মানিকগঞ্জের শিবালয়ে একটি কবরস্থান থেকে ১৮টি কঙ্কাল চুরি হয়েছে। এরআগে আরও বেশ কয়েকটি কবরস্থানে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয় জানায়।
শনিবার (২ মার্চ) দিবাগত রাতে উপজেলার বরংগাইল জান্নাতুল বাকি কবস্থানে এই চুরির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতের কোনো একসময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। রোববার সকালে কবরস্থানে গিয়ে বিষয়টি টের পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কবর থেকে কঙ্কাল চুরি হওয়ায় ক্ষোভ জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।
জেআই/
Source:
আরটিভি অনলাইন
Discussion about this post