২০৪১ সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট হবে, সেই সঙ্গে আমাদের বিচার বিভাগও স্মার্ট বিচার বিভাগ হবে আমি সেটাই চাই, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘একবিংশ শতাব্দীতে দক্ষিণ এশিয়ার সাংবিধানিক আদালত: বাংলাদেশ ও ভারত থেকে শিক্ষা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পঁচাত্তরের পর ক্ষমতা জনগণের হাতে নয়, ক্যান্টনমেন্টে বন্দি হয় বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ৭৫ এ আমার ছোট বোন আর আমি বিদেশে ছিলাম। তখন ভারতই আমাদের আশ্রয় দিয়েছিলো। যারা গুলি খাওয়া, বেচে গিয়েছিলো, যারা স্বজন হারা ছিলো, যাদের জীবন ছিলো অত্যান্ত ঝুঁকিপূর্ণ তারাও কিন্তু ওই ভারতে আশ্রয় নিয়ে ছিলো। কাজেই ৭৫ এর পরে আমাদের যাদেরকে আশ্রয় দিয়েছিলো সেটা আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।
জেআই/
Discussion about this post