প্রধানমন্ত্রী নিজের চেহারা ও গায়ের রঙ নিয়ে হীনমন্যতায় ভুগছেন। তিনি ১ টাকা দিয়ে গণভবন কিনে নিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়া পল্টনে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্র ওবায়দুল কাদেরের স্বাধীনতা নেই। তিনি দলের জড় পদার্থে পরিণত হয়েছেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক চরিত্র হারিয়ে আওয়ামী লীগ এখন অস্ত্র নির্ভর দলে পরিণত হয়েছে। ক্ষমতাসীনরা বেপরোয়া হয়ে বিরোধী দলের ওপর নির্যাতন চালাচ্ছে।
জেআই/
Discussion about this post