আন্দোলন সফল না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথেই থাকবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। একই সঙ্গে জনগণের রাজনীতির কাছে সরকার পরাভূত হবে বলে দাবি তার।
শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।
মঈন খান বলেন, দরিদ্রদের অর্থনৈতিক মুক্তি মেলেনি। তাই দেশের মানুষ নির্বাচন বর্জন করেছে। আওয়ামী লীগের ভোটাররাও কেন্দ্রে যাননি।
এরপর তিনি বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন করবে বিএনপি। সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথেই থাকব আমরা। মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেবো না।
বিএনপির এ নেতা আরও বলেন, বর্তমান সংসদ জনগণের নয়। কালো পতাকা মিছিলের মাধ্যমে রাজপথে সরকারকে প্রত্যাখ্যান করছে জনগণ। গণতন্ত্র ফিরিয়ে আনা অবধি এই আন্দোলন চলবে।
জেআই/
Discussion about this post