মানবতাবিরোধী (যুদ্ধাপরাধী) অপরাধে কারাবন্দী শমসের ফকিরের (৮০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি ময়মনসিংহ মুক্তগাছায়। তার বাবার নাম মৃত আরফান আলী।
শুক্রবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা যায়, ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারারক্ষী আনিস শেখসহ কারারক্ষীরা কর্তৃপক্ষের নির্দেশে শমসের ফকিরকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।
জেআই/আরটিভি অনলাইন/
Discussion about this post