মৌলভীবাজারের কুলাউড়ায় পেনশনের টাকা ও জমিসংক্রান্ত বিরোধের জের ধরে শেখ রফিকুল ইসলাম সিদ্দিকী (৬৫) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ মে) রাতে উপজেলার ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর (বালিধারা) গ্রামে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় নিহত রফিকুল ইসলাম সিদ্দিকীর ভাই সিরাজুল ইসলাম সিদ্দিকী শনিবার সকালে থানায় বাদী হয়ে ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলার পুলিশ নিহত রফিকুল ইসলাম সিদ্দিকীর স্ত্রী মিছফা আক্তার জোৎস্না (৫৫), মেয়ে শারমিন আক্তার (৩০), শেখ তাজরিন আক্তার (২১) ও তার স্বামী মেহেদী হাসানকে (৩০) গ্রেপ্তার করেছে।
থানা ও অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর (বালিধারা) গ্রামের মৃত আছলম মিয়ার ছেলে শেখ রফিকুল ইসলাম সিদ্দিকী ইউসিবি ব্যাংকের সাবেক কর্মচারী। তার পেনশনের টাকা নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। স্ত্রী-সন্তানেরা মিলে পেনশনের টাকা নিয়ে প্রায়ই ঝগড়াবিবাদ করতেন। স্থানীয়ভাবে কয়েকবার বিষয়টি নিয়ে সালিশ হয়। শুক্রবার রাতে আত্মীয়স্বজনদের নিয়েও সালিশ হয়। পরে রাতেই রফিকুল ইসলামকে তার স্ত্রী-সন্তানেরা হত্যা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
Discussion about this post