আরব আমিরাতের আজমান প্রদেশে ফরহাদ আহমদ নামের এক প্রবাসী মৃত্যু বরন করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। । তিনি বাংলাদেশের মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চন্ডিনগর (হরিনগর) গ্রামের তজমুল আলীর বড় ছেলে। গত বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোররাতে সেহরি খাবার পর ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়।
ফরহাদ আহমদ বছরখানেক আগে সংযুক্ত আরব আমিরাতে এসেছিলেন। তিনি আজমান শহরের আল জরফ এলাকায় থাকতেন।
ফরহাদ আহমদের চাচা সাইফুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, ফরহাদ ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। চার লাখ টাকা ঋণ করে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে সে আমিরাতে আসে। বুকভরা আশা নিয়ে প্রবাসী হলেও মাত্র এক বছরের মাথায় না ফেরার দেশে চলে গেল। সদ্য বিবাহ করে প্রবাসে এসে ছিলেন এক বুক স্বপ্ন নিয়ে আজ প্রভূর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন পৃথিবী ছেড়ে, দেশে যাবেন কিন্তুু হাসি মুখে নয় কফিনে বন্ধি হয়ে।
Discussion about this post