প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফল স্থগিত করা হয়েছে। কোডিংয়ে ভুল থাকায় এই ফলাফল স্থগিত করা হয়েছে বলে জানা যায়। এই বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র সিস্টেম এনালিষ্ট অনুজ কুমার রায় মানবজমিনকে বলেন, এখানে কোডিংয়ে কিছুটা সমস্যা হয়েছে। তাই আমরা কারিগরি সমস্যা সমাধানে কাজ করছি। আশা করছি খুব শিগগিরই এটি সমাধান হয়ে যাবে।
প্রসঙ্গত মঙ্গলবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের ৪ ঘণ্টা পরই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে তা স্থগিতের নির্দেশনা দেয়া হয়।
Discussion about this post