সৌদিআরবের আল-জুফ অঞ্চলের আল-কুরায়য়াত গভর্নরেটের তাশিলাত এলাকায় একই পরিবারের চার ছেলে এবং দুই মেয়ে এবং পিতাসহ ভয়াবহ অগ্নিকান্ডে সাত জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে l
আল-কুরায়াতে সিভিল ডিফেন্স ডিরেক্টরেটের অপারেশন রুম গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে আগুন লাগার খবর পায়।সিভিল ডিফেন্সের দল,দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়,তারা দেখতে পায় যে তিনটি শিশুসহ পিতা ঘটনাস্থলেই মারা গেছে এবং অপর তিনটি শিশু,যারা গুরুতর দগ্ধ ও শ্বাসরোধ অবস্থায় আহত হয়ে পড়ে রয়েছে,পরবর্তীতে আহতদের দ্রুত আল-কুরায়য়াত জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।নিহতদের মায়ের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী,ধারণা করা হচ্ছে শিশুদের শোবার ঘরে গ্যাস হিটার থেকে উক্ত ভয়াবহ আগুনের সূত্রপাত হয়।দুর্ঘটনার সাথে সম্পর্কিত সমস্ত বিবরণ খুঁজে বের করতে এখনও তদন্ত চলছে।
Discussion about this post