‘এক সৎ ও মহৎ হৃদয় ধারণ করলে সাফল্যের জন্য জীবন চালাতে এর চেয়ে আর বেশি কিছুর দরকার পড়ে না। ফ্যানদের উদ্দেশে সংযুক্ত আরব আমিরাতের শারজরায় এই কথাই বলেছেন বলিউড কিং খান হিসেবে পরিচিত শাহরুখ খান।
শুক্রবার শারজাহ আন্তর্জাতিক বই মেলায় অংশ নিয়েছিলেন শাহরুখ। সেখানে তিনি ইন্টারন্যাশনাল আইকন অব সিনেমা এন্ড কালচার পুরস্কারও গ্রহণ করেন।
এসময় শাহরুখ তার ভক্তদের উদ্দেশে বলেন, ‘সামনে এমন সময় আসবে যখন আমাদের জীবনের সাথে প্রতারণা করতে হবে।
তিনি আরও বলেন‘এমন সময়ও আসবে যখন আমাদের চারপাশে থাকা মানুষদের সাথে প্রতারণা করতে হবে কিন্তু এটা দুর্বলতার মুহূর্ত। যদি আপনি শান্ত ও সৎ থাকতে পারেন এবং আপনার থাকে এক মার্জিত হৃদয়, তবে ঠিকই আপনি পাবেন এক মহৎ জীবন।’
সূত্র: খালিজ টাইমস
Discussion about this post