সিলেট থেকে এবার শারজাহর উদ্দেশে বাংলাদেশ বিমানের সরাসরি আরেকটি আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে। মঙ্গলবার (০১ নভেম্বর) রাত সাড়ে ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহর উদ্দেশে ১৬৪ জন যাত্রী নিয়ে ছেড়ে যাবে বিমানের (বিজি-২৫১) একটি ফ্লাইট।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ সিলেটের স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার।
বিমানবন্দর সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া শারজাহমুখী ফ্লাইটটি পৌঁছাবে বুধবার স্থানীয় সময় রাত ২টায়। ফিরতি ফ্লাইট শারজাহ থেকে বুধবার রাত সাড়ে ৩টায় ছেড়ে সিলেট এসে পৌঁছাবে বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটে। এরপর সিলেট থেকে বেলা ১১টায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে বেলা ১১টা ৪০ মিনিটে।
বিমান বাংলাদেশ সিলেটের স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার জানান, উদ্বোধনী ফ্লাইটে যাত্রীর সংখ্যা ১৬৪ জন। এই রুটে সরাসরি ফ্লাইট চালু হওয়াতে সিলেটের যাত্রীদের ভোগান্তি কমবে। কারণ শারজাহর এই ফ্লাইটটি ধরতে আগে তাদের ঢাকা যেতে হতো। এতে সময় ও অর্থের অপচয় হতো। ওসমানী বিমানবন্দর থেকে এই ধরনের ফ্লাইট চালুর বিষয়টি বাংলাদেশ বিমানের একটি বড় সফলতা।
ঢাকা পোস্ট
Discussion about this post