দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম প্রযুক্তি মেলা জিটেক্স টেকনোলজি এক্সপো-২০২২। মঙ্গলবার থেকে শুরু হওয়া প্রযুক্তির এ আসরে বিশ্বের নামকরা প্রযুক্তি প্রতিষ্ঠান ও প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা, মেটাভার্স, ওয়েব থ্রি, ব্লকচেইন টেকনোলজিসহ প্রযুক্তি দুনিয়ায় পরবর্তী প্রজন্মের ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে কাজ করা উদ্যোক্তারা অংশ নিয়েছেন এ মেলায়। এই এক্সপোতে বাংলাদেশ থেকে অংশ নিয়েছে আইটি প্রতিষ্ঠান পালস টেক লিমিটেড।
দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ২০ মিলিয়ন বা ২ কোটি বর্গফুট জায়গা জুড়ে বসেছে প্রযুক্তির এ বড় আসর। যোগাযোগ ও ডিজিটাল অর্থনীতির নতুন নতুন সংযোজন, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন বিষয়ে সেমিনারসহ নানা আয়োজন থাকছে এই এক্সপোতে।
৩৬০-ডিগ্রী মেডিসিন সাপ্লাই চেইন সলিউশনের মাধ্যমে তিনটি ভিন্ন পরিষেবা ব্যবহার করে ভোক্তাদের কাছে ফার্মা কোম্পানি থেকে ফার্মেসি পর্যন্ত ওষুধ বিতরণ প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে করছে এই হেলথ টেক কোম্পানি।
পালস টেকের সিইও কাজী আশিকুর রাসুল বলেন, ‘আমাদের মেডবক্স সলিউশন ফার্মা কোম্পানির জন্য পাইকারি পরিবেশক হিসেবে ভূমিকা পালন করে যেখানে ফার্মেসি আমাদের বিটুবি কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে ওষুধ কিনতে পারে। মেডিপস সফ্টওয়্যার স্থানীয় ফার্মেসিগুলোকে তাদের ব্যবসা ডিজিটালভাবে পরিচালনা করতে এবং অনলাইনে ওষুধ বিক্রি করতে সক্ষম করছে। অনলাইন ফার্মেসি ইকমার্স মেডিকার্টের মাধ্যমে গ্রাহকরা এখন স্বাস্থ্যসেবা পণ্য কিনতে পারবেন যা আমরা নিকটতম স্থানীয় ফার্মেসির মাধ্যমে সরবরাহ করি। সংবাদ বিজ্ঞপ্তি।
সমকাল
Discussion about this post