চট্টগ্রামের হাটহাজারী সরকারহাট বাজারে শোরুম উদ্বোধন করলো ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজাররে গণি শপিং সেন্টারে এক্সক্লুসিভ পরিবেশক হিসেবে চালু হলো শোরুমটি। এখানে ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ডিজিটাল ডিভাইস, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সসহ সব ধরনের পণ্য পাওয়া যাবে। উদ্বোধন উপলক্ষে এই শোরুমে সব ধরনের পণ্যে ২০ শতাংশ মূল্যছাড় দেওয়া হচ্ছে।
শুক্রবার ‘আজমেরী ইলেকট্রনিক্স’ নামে শোরুমের উদ্বোধন করেন, গণি শপিং কমপ্লেক্স চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গণি।
এ সময় উপস্থিত ছিলেন শপিং কমপ্লেক্স ব্যবসায়ী কল্যাণ সমিতি সভাপতি নুরুল আবছার,সাধারণ সম্পাদক উত্তম দাশ, ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা আবদুল মন্নান,মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনছুর,কাটাখালী কুল সমাজ কল্যাণ সমিতি সভাপতি আজম পাশা কামাল,জাহেদুল ইসলাম চৌধুরী শোরুম এর স্বত্ত্বাধিকারী সাহেদুল ইসলাম চৌধুরী ও মোহাম্মদ রুবেলসহ শপিং সেন্টারের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা বলেন, এখন ঘরে ঘরে ওয়ালটন এর পণ্য। দীর্ঘদিন ধরেই এমন একটি ইলেকট্রনিক্স ও ইলেকটিক্যাল পণ্যের শোরুম মির্জাপুর গণি শপিং সেন্টারের ক্রেতাদের প্রয়োজন ছিল। সেই চাহিদা পূরণ করলো ওয়ালটন শোরুমে স্বত্ত্বাধিকারীরা। দেশপ্রেমিক সকল নাগরিকদের ওয়ালটনসহ দেশীয় পণ্যসামগ্রী ব্যবহারের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য আহ্বান জানা তাঁরা।
Discussion about this post