পাগলা ঘোড়ার মতো ছুটছে খোলা বাজারে ডলারের দাম। আজ বুধবার সন্ধ্যায় প্রতি ডলারের দাম ১১৯ টাকায় উঠেছে।
এর আগে গত ৮ আগস্ট খোলাবাজারে দর উঠেছিল ১১৫ টাকা।
সংশ্লিষ্টরা জানান, খোলাবাজার থেকে যেকেউ ডলার কিনতে পারেন। ব্যাংক থেকে কিনতে পাসপোর্ট এনডোর্সমেন্ট করতে হয়। যে কারণে অনেকে এখন খোলাবাজার থেকে ডলার কিনে শেয়ারবাজারের মতো বিনিয়োগ করছেন, যা অবৈধ।