ভারতের ক্ষমতাসীন বিজেপির বরখাস্ত হওয়া মুখপাত্র নুপূর শর্মাকে ইসলামের নবীকে নিয়ে তার করা মন্তব্যের জেরে কড়া ভর্ৎসনা করেছে দেশটির সর্বোচ্চ আদালত।
সুপ্রিম কোর্ট বলেছে মিজ শর্মার ওই একটা মন্তব্যের জেরে গোটা দেশ অশান্ত হয়ে উঠেছে। তাকে টেলিভিশনের পর্দায় এসে দেশবাসীর কাছে ক্ষমাও চাইতে বলেছে আদালত।
আদালত নূপুর শর্মার উদ্দেশ্যে বলেছে ”তার লাগামছাড়া কথাবার্তার কারণে গোটা দেশে আগুন জ্বলছে”।
যেভাবে সর্বোচ্চ আদালত শুক্রবার নুপূর শর্মাকে ভর্ৎসনা করেছে, তা সাম্প্রতিক কালে বোধহয় কোনও মামলাতেই করেনি ভারতের আদালতগুলো।
বিচারপতি সুরিয়া কান্ত ও বিচারপতি জে বি পার্দিওয়ালার বেঞ্চ প্রশ্ন তোলে যে কী কারণে তিনি ওই কথাগুলো বলতে গেলেন একটা জাতীয় টেলিভিশন বিতর্কে বসে? এটাও বলা হয়েছে তার একটা মন্তব্যের জেরে সারা দেশে মানুষের ভাবাবেগ আহত হয়েছে।
ভারতে এখন যা ঘটছে, তার জন্য একমাত্র দায়ী এই ভদ্রমহিলা – এরকম মন্তব্যও করেছে আদালত।
রাজস্থানের উদয়পুরে যে হিন্দু দর্জিকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে, সেই প্রসঙ্গও টেনে এনেছে আদালত। বিচারকরা বলেছেন যে তার দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের কী ফল হতে পারে সেটা ভাবেনইনি মিজ শর্মা।
বিবিসি বাংলা
Discussion about this post