সরকারি অনুমোদন ছাড়া হজে গেলে ১০ হাজার সৌদি রিয়াল (২ লাখ ৪৮ হাজার ৯১১ টাকা) জরিমানা গুণতে হবে।
বুধবার এক আদেশে এ তথ্য জানান সৌদি আরব সরকারের জননিরাপত্তা বিভাগের মুখপাত্র সামি আল শুয়াইরেখ।
এ সময় তিনি বলেন, অবৈধ হাজিদের আটক করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এরই মধ্যে মক্কায় হাজীদের আবাস ও বিভিন্ন সড়কে টহল ও তল্লাশি শুরু করেছেন।
এ ছাড়া অর্থের বিনিময়ে হজ বিষয়ক বিভিন্ন পরিষেবা প্রদানের প্রতারণামূলক বিজ্ঞাপন দেয়ায় বুধবার ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে উল্লেখ করেছেন সামি আল শুয়াইরেখ।
‘সামাজিক যোগাযোগমাধ্যমে কোরবানিসহ হজ সংক্রান্ত বিভিন্ন পরিষেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে হাজিদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়াই এই গ্রেফতারকৃতদের উদ্দেশ্য ছিল,’ বলেন শুয়াইরেখ।
সূত্র : আরব নিউজ
Discussion about this post