শীত আসার আগেই যুদ্ধ শেষ করতে চান বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। তবে রাশিয়া এর জবাবে জানিয়েছে, ইউক্রেন চাইলে একদিনেই যুদ্ধ শেষ করতে পারে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ মঙ্গলবার সাংবাদিকদের কাছে সেই উপায় বাতলে দিলেন। পেসকোভ বলেন, কিয়েভ যদি এখন তার সেনাদের অস্ত্র সমর্পনের নির্দেশ দেয় এবং মস্কোর দাবিগুলো মেনে নেয়, তাহলে দিন শেষ হওয়ার আগেই এই যুদ্ধ শেষ হবে। এ খবর দিয়েছে রাশিয়া টুডে।
পেসকোভ বলেন, যুদ্ধ শেষ হওয়া পুরোপুরি নির্ভর করছে ইউক্রেনের উপরে। তাদেরকে শুধুমাত্র তাদের সেনা এবং জাতীয়তাবাদী যোদ্ধাদের অস্ত্র সমর্পণের নির্দেশ দিতে হবে। সাথে রাশিয়ার কিছু দাবি আছে, তাও মেনে নিতে হবে। এছাড়া আর কিছু যদি জেলেনস্কি চিন্তা করে থাকেন, তাহলে তা শুধু তার চিন্তাতেই আছে। পেসকোভ সাংবাদিকদের জানান, ইউক্রেনে রাশিয়ার অভিযান তাদের পরিকল্পনা অনুযায়ীই আগাচ্ছে এবং যে উদ্দেশ্যে এই অভিযান শুরু হয়েছিল তা পূরণ হচ্ছে।






















