সৌদি আরবের বিচার বিভাগ সবাইকে সতর্ক করেছে কোন এয়ারলাইন্স এর মালামাল বা কোন যাত্রীর জিনিসপত্র চুরি না করার জন্য। যদি কেউ চুরি করে থাকে, তবে তাকে বিপুল পরিমাণ জরিমানা প্রদান করতে হবে ও জেল খাটতে হবে বলে জানিয়েছে বিচার বিভাগ।
সৌদি বিচার বিভাগ জানিয়েছে, সৌদি আরবের সিভিল এভিয়েশন আইন এর ১৫৪ নং অনুচ্ছেদে বলা হয়েছে, যদি কেউ সৌদি আরবে ফ্লাইটে করে ভ্রমণ করা যাত্রীদের মালামাল চুরি করেন বা চুরি করার চেষ্টা করেন, তবে এটাকে গুরুত্বর একটি অপরাধ হিসেবে গণ্য করা হবে।
সিভিল এভিয়েশোন আইন অনুযায়ী, কেউ যদি এয়ারলাইন্স এর কোন মালামাল বা ফ্লাইটের যাত্রীদের লাগেজ বা যেকোন মালামাল চুরি করেন বা চুরি করার চেষ্টা করেন, তবে তাকে সর্বোচ্চ ৫ বছরের জেল, এবং ৫ লাখ রিয়াল জরিমানা, অথবা একইসাথে উভয় শাস্তি প্রদান করা হবে।