ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে এক তুর্কি নাগরিককে আইসোলেশনে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৭ জুন) দুপুর ১২টায় তুর্কি এয়ারলাইন্সে আকসি আলতে (৩২) নামে ওই ব্যক্তি ইমিগ্রেশন পার হওয়ার সময় মাঙ্কিপক্স ভাইরাস আক্রান্ত বলে সন্দেহ হলে তাকে বিমানবন্দর হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়।
পরে তাকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে বেলা আড়াইটার দিকে। সেখানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। এবং তার রক্তের নমুনা পাঠানো হয়েছে আইইডিসিআরের পরীক্ষাগারে।
Discussion about this post