২০২৩ সালে বাংলাদেশে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছেন মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন চেয়ারম্যান শায়েখ নেছার আহমাদ আন নাছিরী। ব্রাহ্মণবাড়িয়ায় কোরআনিক বিশ্ববিদ্যালয় উদ্বোধনকালে সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিখ্যাত কারী আব্দুল বাসেত এর ছেলে কারী ইয়াসির আব্দুল বাসেত। এছাড়া স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শায়েখ নাসির উদ্দিন নেসারী বলেন, যেহেতু বাংলাদেশের কোরআনের হাফেজরা বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় বারবার বিজয়ী হচ্ছে। তাই সেই দিকে লক্ষ্য করে বাংলাদেশে আন্তর্জাতিক প্রতিযোগিতা করা সময়ের দাবি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আশ্বাসে প্রাথমিক বাছাই প্রক্রিয়া শুরু হয়েছিলো। কিন্তু করোনা মহামারির কারণে তা আর আলোর মুখ দেখেনি। দেশের পরিস্থিতি যেহেতু এখন স্বাভাবিক। আশা করছি আগামীতে আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করতে পারবো।
Discussion about this post