কাতারের আল সামাল রোডে গতকাল শনিবার আনুমানিক রাত ৯ টায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন বাংলাদেশি তরুণ ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নিহতরা হলেন- ফেনী জেলার আজহারুল হক জয় (২১), চট্টগ্রাম জেলার ইসরান বিন ইসলাম (২২) ও সিলেট জেলার আহমেদ সাফওয়ান (২১)। পরিবার থেকে জানা যায়, তারা কাতারে অবস্থিত বাংলাদেশ এমএইচএম স্কুলসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছিলেন।
তারা তিনজনই মা-বাবাসহ সপরিবারে কাতারে বসবাস করতেন। জানা গেছে, গতকাল শুক্রবার রাত আনুমানিক ৯টায় আল সামাল রোডে গাড়ির চাকা ন’ষ্ট হয়ে গেলে তারা তা হাইওয়ের উপর রেখেই ঠিক করার চেষ্টা করেন। এ সময় আরেকটি দ্রুতগামী গাড়ি এসে তাদের গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। বাকি দুইজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তারা মৃ’ত্যুবরণ করেন।
Discussion about this post