চিটাগং কিংস ক্রিকেট ক্লাব দশ বছর পুর্তি উদযাপন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত শারজায় টি টেন টেপ টেনিস ফাইনাল ক্রিকেট ম্যাচ- এর আয়োজন করা হয়েছে।
শুক্রবার ২৫ মার্চ স্থানীয় সময় দুপুর ২টায় শারজায় বি. এম. ডাব্লিউ ক্রিকেট মাঠে চট্টগ্রাম ক্রিকেট ক্লাব দুবাই বনাম মুসফফা কিংস ক্লাবের মধ্যকার অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে চট্টগ্রাম ক্রিকেট ক্লাব দুবাই ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। এ সময় সবাই সমস্বরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করে খেলা শুরু করেন।
খেলায় চট্টগ্রাম ক্রিকেট ক্লাব দুবাই নির্ধারিত ১০ ওভার ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ১১৬ রান তুলতে সক্ষম হয়।
অন্যদিকে নির্ধারিত ওভার ব্যাটিং করে ২ উইকেটে মুসাফপা কিংস ক্লাব ১১৭ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।
খেলা শেষে সংক্ষিপ্ত আকারে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চিটাগং কিংস ক্রিকেট ক্লাবের আয়োজক কমিটির সভাপতি সোহেল কাদের সভাপতিত্বে ও নয়ন আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, চন্দনাইশ সমিতির সভাপতি লায়ন নজরুলর ইসলাম তালুকদার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জানে আলম হোটেল স্বত্বাধিকারী মোহাম্মদ শাহজাহান, লোকল আরবি মোহাম্মদ মোসা, মোহাম্মদ খালেদ ও পরিচালনা কমিটির সদস্য জাহিদ,এহসান, রনি, শহীদ, মাহমুদ, ফোরকান, ইয়াসিন, পারভেজ প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, প্রবাসের মাঠিতে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকলে শরীর ও মন সবই ভাল থাকে সেই সঙ্গে অনৈতিক বা নেতিবাচক কোনো কার্যকলাপে জড়িত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়, আমারা যে দেশে অবস্থান করি সেই দেশের নিয়ম কানুন মেনে সকলের উচিত খেলাধুলার প্রতি মননিবেশ করা।
আধুনিক তথ্য-প্রযুক্তির করালগ্রাস ও মাদক থেকে দূরে থাকার একমাত্র উপায় খেলাধুলা। ভবিষ্যতে সকল খেলাধুলা আয়োজনের সাথে থাকার ইচ্ছা পোষণ করে উভয় দলের খেলোয়াড় ও উপস্থিত সকলকে অনুপ্রাণিত করেন।
টি-টেন ম্যাচ উপভোগ করতে শারজায় ক্রিকেট মাঠে বাংলাদেশ কমিউনিটির নানা শ্রেণি-পেশার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। শেষে দর্শকদের হাতে বিরাণীর বিতরন করেন।
Discussion about this post