মুহাম্মাদ শোয়াইব
সংযুক্ত আরব আমিরাতের মানবিক কর্মসূচির অংশ হিসেবে ইথিওপিয়ার টাইগার অঞ্চলের মেকেলে ৩০ টন খাদ্য সামগ্রী নিয়ে আরো একটি উড়োজাহাজ পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের মিডিয়া বলছে এই এই খাদ্যসামগ্রীতে ৭০০০ এর উপরের মানুষ উপকৃত হবে যাদের মধ্যে ৫৬০০ নারী ও শিশু।
এ প্রসঙ্গে ইথিওপিয়ায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু সালেহ আর রশিদী বলেন সংযুক্ত আরব আমিরাত এই অঞ্চলের মানুষের ক্রমবর্দ্ধমান চাহিদা মেটাতে আগ্রহী। আর আমি রাতে তার মানবিক দৃষ্টিভঙ্গির অপরিহার্যতার অধীনে এসব কার্যক্রম করছে।
আমিরাতের মিডিয়ার বর্ণনা অনুযায়ী দেশটি এই অঞ্চলে আটটি প্লেন এর মাধ্যমে ৩৩৭ টন খাদ্য সামগ্রী ও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। এতে প্রায় ৮০ হাজার মানুষ উপকৃত হতে পারে। যার মধ্যে ৬৩ হাজার নারী ও শিশু। এছাড়াও দেশটি বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতায় দুইশত টন উদ্ভিদ তেল পাঠিয়েছে। পাশাপাশি একশত ৮৫ টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে।
সূত্র: আল বায়ান
Discussion about this post