যে কোন আমল বা কাজের লক্ষ্য ও উদ্দেশ্য হতে হবে একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন
সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ , যিনি বান্দার আমলনামা গ্রহণ করে থাকেন যদি একমাত্র তাঁর জন্যেই করা হয়ে থাকে । আমি সাক্ষ্য দিচ্ছি তিনি এক ও অদ্বিতীয় । পরিপূর্ণ শান্তি ও রহমত অবতীর্ণ হোক মহানবী সাঃ, সাহাবীগণ রাঃ ও তাঁর পরিবারের রাঃ উপর ।
আল্লাহপাক বলেন “ তোমরা তোমাদের জন্য উত্তম আমলনামা পাঠাও । আল্লাহকে ভয় করো । জেনে রেখো যে, তোমরা তাঁর সাথে অবশ্যই সাক্ষাত করবে । ঈমানদারদের জন্য সু সংবাদ ।” সূরা আল বাক্বারা ২২৩
আল্লাহপাক বলেন “ তিনি আদেশ করেছেন তাঁর জন্য নিখুঁত ইবাদত করার জন্য।”সূরা আল বাইয়্যিনাহ ৫
মহানবী সাঃ বলেছেন “ একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কাজ না করা হয়ে থাকলে , আল্লাহপাক সে কাজ/ আমল/ ইবাদত গ্রহণ করেন না।”সুনানে নাসাঈ ৩১৪০
আল্লাহপাক বলেন “ হে নবী সাঃ বলুন “ আমার নামাজ, আমার ইবাদত এবং আমার জীবন- মরণ সবকিছুই ভূ- মন্ডল – নভোমন্ডলের পালনকর্তা আল্লাহর জন্য নিবেদিত ।” সূরা আল আনআম ১৬২
আল্লাহপাক আরো বলেন “ পূর্ব – পশ্চিম সবটাই আল্লাহর । যে দিকেই তাকাও না কেন আল্লাহর সামনেই ।”সূরা আল বাক্বারা ১১৫
আল্লাহপাক বলেন “ তোমরা যদি একমাত্র আল্লাহর জন্য যাকাত দিয়ে থাকো, তা’হলে তোমরা অধিক লাভ করবে ।” সূরা রোম ৩৯, আল্লাহপাক বলেন “ একনিষ্ট মানুষেরা বলে “ আমরা তোমাদেরকে খাওয়ায় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য । তোমাদের কাছ থেকে কৃতজ্ঞতার স্বীকারোক্তির দরকার নেই ।” সূরা আল ইনসান ৯
মহানবী সাঃ বলেন “ তুমি একমাত্র আল্লাহর জন্য ব্যয় করলে তাঁর প্রতিদান অবশ্যই লাভ করবে ।” ছহীহুল বোখারী, ছহীহ মুসলিম
আল্লাহপাক বলেন “ জাহান্নাম থেকে মুক্তি পাবে, যে ব্যক্তি সম্পদ ব্যয় করে পবিত্রতা লাভের উদ্দেশ্যে । অথচ সে কারো ইহসানের বদলার কারণে মুক্তি পাচ্ছে, এমনটি নয় । বরং আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পদ ব্যয় করার কারণেই মুক্তি লাভ করবে এবং সে অচিরেই খুশি হয়ে যাবে । “ সূরা আল লাইল ১৮-২১
আল্লাহপাক বলেন “ আত্মীয়/ মিসকিন এবং দুস্থদের হক্ব আদায় করো । এটাই উত্তম তাঁদের জন্য , যাঁরা আল্লাহর সন্তুষ্টি কামনা করে , সূরা আর রোম ৩৮
মহানবী সাঃ বলেছেন “ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রাগ প্রশমিতকারী ব্যক্তির ন্যায় বিরাট প্রতিদান আর কাউকে দেয়া হয়না ।”
ইব্নে মাজাহ ১৮৯
আল্লাহপাক আমাদেরকে নিজেদের রাগ দমন করা এবং একমাত্র তাঁর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদতকারী বানিয়ে দিক । আমিন ।
শায়েখ সাইফুল্লাহ মনিরুজ্জামান
ইমাম ও খতীব
শারজাহ আউক্বাফ
Discussion about this post