সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অমুসলিমদের জন্য বিয়ে বিচ্ছেদ, উত্তরাধিকার, সন্তানের অভিভাবকত্ব নিয়ে নতুন নীতিমালা জারি করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, এই ধরনের মামলা পরিচালনার জন্য নতুন আদালত গঠন করা হয়েছে। দেশটিতে কর্মরত বিপুল সংখ্যক বিদেশিদের বোঝার সুবিধার জন্য আরবির পাশাপাশি ইংরেজিতেও আদালতের কার্যক্রম চলবে।
নতুন আইনে পরিবর্তন আনা হয়েছে সন্তানের অভিভাবকত্বের ক্ষেত্রেও। নতুন আইনানুযায়ী বাবা-মা দুজনকেই সন্তানের যৌথ অভিভাবকত্বের অনুমতি দেওয়া হয়েছে। ২০টি আর্টিকেল সমন্বয়ে গঠিত ওই আইনে সিভিল ম্যারিজের ধারণা প্রবর্তনের পাশাপাশি সন্তানের দেখভালের দায়িত্ব যে চায় তাকেই দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
Discussion about this post