মুহাম্মাদ শোয়াইব: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ক্রাউন পৃন্স এবং দেশটির সশস্ত্র বাহিনীর ডেপুটি কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ বলেন, সংযুক্ত আরব আমিরাত বিশ্বকে পোলিও মুক্ত করার জন্য আরও বেশি অবদান রাখবে। এই ক্ষেত্রে তিনি যেসব স্বাস্থ্যকর্মী বিশ্বকে পোলিও মুক্ত করার জন্য প্রথম সারিতে থেকে অবদান রেখেছেন তাদের সাহসিকতা ও নিষ্ঠার প্রশংসা করেন।
এক টুইট বার্তায় তিনি বলেন,যেসব স্বাস্থ্যকর্মী প্রথম সারিতে থেকে বিশ্বকে পোলিও মুক্ত করার জন্য অক্লান্ত শ্রম দিয়েছে তাদের অবদান ও সাহসিকতার জন্য বিশ্ব আরো একধাপ এগিয়ে গিয়েছে।
তিনি আরো বলেন আরব আমিরাত এই বিষয়টির নিশ্চয়তা দিতে চাই যে বিশ্বকে পোলিওমুক্ত নিরাপদ ও আরো স্বাস্থ্যকর করে গড়ে তুলতে আরব আমিরাত আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার অংশীদারিত্বকে আরো বাড়ানোর ব্যাপারে নিশ্চয়তা প্রদান করছে।
এক্ষেত্রে তিনি পাকিস্থানে আরব আমিরাতের পোলিওমুক্ত মিশনের কথা উল্লেখ করে বলেন, ২০১৪ সাল থেকে এই মিশনে দেশটি ৫৮ কোটি ৩০ লক্ষ টাকা প্রেরন করেছে। এতে প্রায় ১০ কোটি পাকিস্তানি মানুষ স্বাস্থ্য সেবা নিতে পেরেছে উপকৃত হয়েছে।
Discussion about this post