সৌদি আরবে এক হাজার ৪৬১টি অবৈধ সিমসহ সাত বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তবে কবে তাদের গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
রিয়াদ পুলিশের মুখপাত্র মেজর খালেদ আল-কারদিস জানান, গ্রেফতাররা সৌদি নাগরিকদের নাম-ঠিকানা ব্যবহার করে এসব অবৈধ সিম সংগ্রহ করতেন।
তিনি আরও বলেন, সাইবার অপরাধ দমনের অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী এই সাত বাংলাদেশিকে গ্রেফতার করেছে। যারা রেসিডেন্সি পারমিট (ইকামা) বিধি লঙ্ঘন করছে।
গ্রেফতার সাত বাংলাদেশির কাছে অবৈধ সিম কার্ড ছাড়াও চারটি ফিঙ্গারপ্রিন্ট রিডার ও বেশকিছু রিয়াল উদ্ধার করা হয়েছে। এসব সিম কার্ডে ছিল অন্যজনের আঙুলের ছাপ।
পুলিশের এ মুখপাত্র বলেন, গ্রেফতারদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিয়ে আদালতে পাঠানো হয়েছে।
জাগো নিউজ
Discussion about this post