আফগানিস্তানে সঙ্ঘাতপূর্ণ পরিস্থিতির উত্তরণে দেশটির সরকারকে তালেবানের সাথে সমন্বিতভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বরেল। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি।
বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা ইসলামী প্রজাতন্ত্র আফগানিস্তানকে রাজনৈতিক বিরোধ মীমাংসা, সব অংশীদারদের প্রতিনিধিত্ব বাড়ানো এবং ঐক্যবদ্ধ লক্ষ্যে তালেবানের সাথে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি।’
তিনি আরো বলেন, ইইউর আফগানিস্তানের প্রতি সমর্থন নারী, শিশু ও সংখ্যালঘুসহ সকল আফগানের মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ ও সামগ্রিক স্থিতিশীলতার ওপর ভিত্তি করে অব্যাহত থাকবে।
পাশাপাশি তালেবানের প্রতি যুদ্ধ ও সহিংসতা ছেড়ে নিয়মিত কাঠামোগত আলোচনায় ফিরতে আহ্বান জানান জোসেফ বরেল।
আফগানিস্তানে মার্কিন সৈন্য প্রত্যাহারের জেরে তালেবানের অভিযানের প্রতি ইঙ্গিত করে বরেল বলেন, ‘এই অব্যাহত আক্রমণ আফগান নাগরিকদের অগ্রহণযোগ্য দুর্ভোগ সৃষ্টি করছে এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত লোকের সংখ্যা ও নিরাপত্তার সন্ধানে আফগানিস্তান ছেড়ে যাওয়াদের সংখ্যা বাড়াচ্ছে।’
দীর্ঘ দুই দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এক শান্তিচুক্তির মাধ্যমে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় যুক্তরাষ্ট্র। এর বিপরীতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে তালেবান সম্মত হয়।
এই বছরের মে মাসে সৈন্য প্রত্যাহারের কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিলে এক ঘোষণায় ১১ সেপ্টেম্বরের মধ্যে সৈন্য প্রত্যাহারের কথা জানান। পরে জুলাই সময়সীমা আরো কমিয়ে এনে ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।
মার্কিনিদের সাথে চুক্তি অনুসারে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সরকারের সাথে তালেবানের সমঝোতায় আসার কথা থাকলে এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। সমঝোতায় না পৌঁছানোর জেরে তালেবান আফগানিস্তানের বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিতে শুরু করে। সমঝোতা না হওয়ার জন্য আফগান সরকারকে অভিযুক্ত করছে তালেবান।
এরমধ্যে প্রতিবেশী দেশগুলোর সাথে গুরুত্বপূর্ণ সীমান্ত সংযোগসহ গ্রাম ও পার্বত্য অঞ্চলের বেশিরভাগই তালেবান দখল করে নিয়েছে।
সূত্র : রয়টার্স
Discussion about this post