সেলিব্রেটিবিডি
আসছে কোরবানি ঈদে মুক্তি পাবে রোশান-ববি জুটির প্রথম চলচ্চিত্র ‘বেপরোয়া’। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটির গানের শুটিং চলছে কক্সবাজারে। গুছিয়ে আনা হচ্ছে বাকী সব কাজ। এরই মধ্যে প্রকাশ হলো ছবিটির প্রথম টিজার।
আজ বুধবার (৮ আগস্ট) সন্ধ্যায় জাজের ইউটিউব চ্যানেলে টিজারটি প্রকাশ হয়। সেখানে দেখা গেছে জমজমাট এক গল্পের ছবি। অ্যাকশন, রোমান্স, কমেডি নিয়ে বিনোদনের ফুল প্যাকেজের আভাস দিলো ‘বেপরোয়া’র টিজার।
১ মিনিট ২৮ সেকেণ্ডের ভিডিওটিতে রোশান হাজির হয়েছেন রুবেল নামের এক তরুণ দায়িত্ববান পুলিশ অফিসার হিসেবে। তাকে দেখা গেছে ধামাকা অ্যাকশনে শত্রুদের ঘায়েল করতে। আর ববি, গ্ল্যামার নিয়ে যেন এই ছবির তুরুপের তাস হয়েই দেখা দিলেন।
ওপার বাংলার রাজা চন্দ পরিচালিত ছবি ‘বেপরোয়া’। রোশান-ববি ছাড়া এতে আরও অভিনয় করেছেন রোশান ও ববি ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুল আলম সাচ্চু, তারিক আনাম খান, নানা শাহ, রেবেকা, কমল পাটেকার প্রমুখ।
ছবির শুটিং প্রায় শেষ। গানের কিছু দৃশ্য বাকি আছে। সেই শুটিং শেষ করতে কক্সবাজারে পড়ি দিয়েছে ছবির পুরো টিম। এখান থেকে শুটিং শেষে ‘বেপরোয়া’ টিম যাবে কলকাতা। সেখানেও আরেকটি গানের শুটিং হবে। তারপর আগামী সপ্তাহেই ছবিটি সম্পাদনা শেষে জমা পড়বে সেন্সর বোর্ডের টেবিলে।
Discussion about this post