সেলিব্রেটিবিডি
আবার প্রেমে পড়েছেন রণবীর কাপুর। বলিউডের আলোচিত নায়িকা আলিয়া ভাটের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। এবার এই দুই তারকার বিয়ের গুঞ্জন বি টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে। খুব তাড়াতাড়িই নাকি বিয়ে করতে চলেছেন আলিয়া-রণবীর।
এ দিকে আলিয়া আর ক্যাটরিনার যে বন্ধুত্ব আগে ছিল, সেখানে নাকি চিড় ধরেছে। রণবীরের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার পর আলিয়াকে হ্যাংআউট করতে দেখা যায়নি ক্যাটরিনার সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় কেউ কারো ছবিতে লাইক, কমেন্টও করছেন না।
এ বিষয়ে সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে আলিয়াকে জিজ্ঞেস করা হলে তিনি বিষয়টা অস্বীকার করে বলেন, ‘সোশাল মিডিয়ায় ছবি লাইক করা বা না-করা দিয়ে আমরা বন্ধুত্ব মাপি না। এতটুকু বলতে পারি, অল ওয়েল উইথ ক্যাটরিনা।’
রণবীরের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে আলিয়া বলেন, ‘এই মুহূর্তে ব্যক্তিগত জীবন এবং কাজের দিক থেকে খুব ভাল জায়গায় আছি। আর গুজবে আমি কান দিই না। যতক্ষণ না কেউ আমার বাথরুমে ঢুকে পড়ছে, পাত্তা দিই না! আমাকে নিয়ে লেখা হয় মানে আমি লেখার যোগ্য। তাই না?’
Discussion about this post