দুবাইভিত্তিক বিমান পরিবহন সংস্থা এমিরেটস এয়ারলাইনসের জরুরি সেবা চালু করার জন্য দুবাই বিমানবন্দরের টার্মিনাল-১ এবং কনকোর্স-ডি পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে
বিমানবন্দর কর্তৃপক্ষ।
করোনা-পরবর্তী সময়ে পুনরায় টার্মিনাল চালুর ফলে নতুন করে সাড়ে তিন হাজার কর্মসংস্থানও তৈরি হবে বিমানবন্দরটিতে।
দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ২৪ জুন তাদের টার্মিনাল-১ ও কনকোর্স-ডি চালু করা হবে। এ সময় প্রায় ৬৬টি বিমান পরিবহন সংস্থার অবতরণ ও উড্ডয়ন টার্মিনাল-৩ থেকে টার্মিনাল-১-এ নিয়ে আসা হবে।
ব্লুমবার্গ টিভিকে দেয়া এক সাক্ষাত্কারে দুবাই এয়ারপোর্টের সিইও পল গ্রিফিথস জানান, টার্মিনাল-১ পুনরায় চালু করার ফলে বিমানবন্দরে পিসিআর টেস্টিংয়ের হার আরো বেড়ে যাবে পাশাপাশি আরো ১ কোটি ৮০ লাখ যাত্রী পরিবহনের সক্ষমতাও যুক্ত হবে। একই সঙ্গে টার্মিনাল-১ ও কনকোর্স-ডি
পুনরায় চালু করার ফলে কয়েক হাজারের মতো
কর্মসংস্থানও পুনরায় যুক্ত হবে বলে জানান তিনি। শিগগিরই বিমানবন্দরটির মোট ধারণক্ষমতার প্রায় ৯০ শতাংশের মতো চাহিদা পুনরুদ্ধার হতে পারে।
Discussion about this post