টিকা জটিলতা নিরসন ও কুয়েত সরকার অনুমোদিত টিকা সরবরাহের দাবিতে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন প্রবাসীরা। মঙ্গলবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সারাদেশ থেকে আসা কুয়েত ফেরত প্রবাসীরা এই কর্মসূচি পালন করেন। এ সময় তাদের ‘হয় আমাদের টিকা দিন, না হয় বিষ দিন’, ‘একটাই দাবি, টিকা চাই, টিকা চাই’, সহ নানান শ্লোগান দিতে দেখা যায়।
মানববন্ধনে প্রবাসীরা বলেন, দীর্ঘদিন ধরে আমরা নাজুক অবস্থায় আছি। কুয়েত থেকে যে টাকা নিয়ে এসেছিলাম, তার সবই শেষ। করোনাভাইরাসের কারণে আর ফেরত যেতে পারিনি। দেশেও কিছু করতে পারছি না। এখন আমরা স্ত্রী-সন্তান নিয়ে নাজুক অবস্থার মধ্যে দিনাতিপাত করছি। কর্মস্থলে ফিরতে যত দেরি, পরিস্থিতি ততই খারাপ হবে।
তারা আরও বলেন, দেশে হাজার হাজার কুয়েত প্রবাসী এখন তিনবেলা খেতে পারছে না। তার ওপর তৈরি হয়েছে টিকা সংক্রান্ত জটিলতা। জাতীয় পরিচয় পত্র না থাকায় অনেকেই টিকা নিতে পারছেন না। এভাবে বেকার বসে থাকলে দেশের অর্থনীতির ওপর সুস্পষ্ট প্রভাব পড়বে। এ সময় তারা সংকটময় এই সময়ে সংশ্লিষ্ট প্রশাসন সহ সবাইকে প্রবাসীদের পাশে থাকার অনুরোধ জানান।
কর্মসূচিতে টিকা সংক্রান্ত জটিলতার কথা তুলে ধরে আন্দোলনের সমন্বয়ক নূরে আলম বাশার বলেন, টিকা নিতে এখন আমাদের নানা ধরনের ঝামেলা পোহাতে হচ্ছে। এখন পর্যন্ত আমরা প্রথম ডোজও পাইনি। জাতীয় পরিচয় পত্র না থাকায় অনেকেই টিকা নিতে পারেনি। আমরা দাবি জানাই, পাসপোর্টের ভিত্তিতে হলেও যেন টিকা দেওয়া হয়।
এছাড়াও প্রবাসীদের জন্য কুয়েত সরকার অনুমোদিত টিকা সরবরাহের দাবি জানিয়ে আরেক সমন্বয়ক নাসিম পারভেজ বলেন, কুয়েত সরকার ফাইজারসহ মোট চারটি টিকার অনুমোদন দিয়েছে। যেগুলো দেওয়া ছাড়া কুয়েতে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা চাই সরকার যেন আমাদের জন্য এই টিকার ব্যবস্থা করে দেয়।
Discussion about this post