অভিবাসী কর্মীদের জন্য দ্রুত করোনাভাইরাসের টিকা আমদানি এবং প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ ২ দফা দাবি জানিয়েছে ফিমেল ওয়ার্কার রিক্রুটিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফডাব্লিউআরএএবি)। সোমবার (১৪ জুন) ঢাকা রিপোর্টারর্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের মহাসচিব মোহাম্মদ মহিউদ্দিন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বৈশ্বিক করোনা মহামারি পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতির দিকে যাওয়ায় বাংলাদেশেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। কিন্তু প্রধানমন্ত্রী এই মহামারি পরিস্থিতিতে জনশক্তি প্রেরণের খাতকে জরুরি সেবা খাত হিসেবে বিবেচনায় রেখে সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। তাই অতীতের যেকোনো সময়ের চেয়ে জনশক্তি প্রেরণের এই খাতটি এখন গুরুত্বপূর্ণ খাতে পরিণত হয়েছে। বর্তমানে সরকার রেমিট্যান্স যোদ্ধাদের সর্বাত্মক কল্যাণে বিভিন্ন সহায়তা এবং নতুন নতুন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
মোহাম্মদ মহিউদ্দিন বলেন, অন্যান্য শ্রমিক প্রেরণকারী দেশগুলো যেভাবে তাদের বিদেশগামী কর্মীদের আভ্যন্তরীণ স্বাস্থ্য নিরাপত্তা জোরদার করার জন্য করোনা টিকা দিচ্ছে বাংলাদেশেও রেমিট্যান্স যোদ্ধাদের কল্যাণে এমন উদ্যোগ গ্রহণ করা একান্ত প্রয়োজন। আমাদের দেশে করোনা টিকা গ্রহণের জন্য বয়সসীমা ৪০ বছরের ঊর্ধ্বে রাখা হয়েছে। কিন্তু অধিকাংশ প্রবাসীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে। এজন্য প্রবাসীদের টিকা প্রাপ্তি নিয়ে সংশয় রয়েছে।
তিনি আরও বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় সম্প্রতি সৌদি আরবে যাওয়ার জন্য বিদেশগামী কর্মীদের একদিকে উচ্চমূল্যে বিমান টিকিট ক্রয় করতে হচ্ছে, অন্যদিকে ব্যয়বহুল হোটেলে ৭ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে একজন বিদেশগামী কর্মীর পক্ষে লক্ষাধিক অর্থের ব্যয় ভার বহন করতে হচ্ছে। ব্যয়ের মাত্র ২৫ হাজার টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। উচ্চমূল্যে বিমান টিকিট ক্রয় ও ব্যয়বহুল হোটেলে থাকার ব্যয় বহন করে কর্মীদের কর্মস্থলে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
তিনি বলেন, এই দুর্যোগের সময়ে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপরই জাতীয় অর্থনীতি অনেকাংশ নির্ভরশীল। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা বেকারত্বের হার হ্রাসকরণ এবং ক্রমবর্ধমান রেমিট্যান্সের এই ধারা অব্যাহত রাখার জন্য অভিবাসন প্রত্যাশী কর্মীদের টিকা প্রদানের বিকল্প কোনো উপায় নেই। তাই আমরা অভিবাসন প্রত্যাশী কর্মীদের জন্য দ্রুত টিকা আমদানি করে প্রদানের দাবি জানাচ্ছি।
Discussion about this post