বিদেশ গমনেচ্ছু কর্মীদের অগ্রাধিকারভিত্তিতে করোনার টিকা দিতে তালিকা করা হবে। ছুটিতে দেশে এসে আটকে পড়া সৌদিপ্রবাসী কর্মীরা কর্মস্থলে ফেরার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার খরচে ভর্তুকি পাবেন। দক্ষিণ কোরিয়াগামী বাংলাদেশিদের দেশ ছাড়ার আগে সাত দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এসব কথা জানিয়েছেন প্রবাসীকল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় বিদেশগামী কর্মী, কোয়ারেন্টাইন, জেলা পর্যায়ে লকডাউনসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়।
প্রবাসীকল্যাণ সচিব জানিয়েছেন, বিদেশগামী কর্মীদের ভ্যাকসিন দিতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় তালিকা করবে। সব কর্মীকে দুই ডোজ করে ভ্যাকসিন দিতে পারলে বিদেশের কর্মস্থলে গিয়ে কোয়ারেন্টাইনে থাকার প্রয়োজনীয়তা কমবে। কিন্তু যতদিন পর্যন্ত কর্মীদের কোয়ারেন্টাইন থাকতে হবে, ততদিন তাদের কোয়ারেন্টাইন খরচের অর্ধেক বা ২৫ হাজার করে টাকা দেবে সরকার। কর্মীরা বিদেশে বসেই এ টাকা পাবেন। বাধ্যতামূলক কোয়ারেন্টাইন নিয়ম চালুর পর যত কর্মী সৌদি গেছেন সবাই টাকা পাবেন।
করোনার কারণে বিমানে ভাড়া বেড়েছে। সচিব গত বৃহস্পতিবার জানিয়েছিলেন প্রবাসী কর্মীদের ভাড়া কমাতে এয়ারলাইন্সগুলোর সঙ্গে যোগাযোগ হচ্ছে। গতকালের বৈঠকের পর তিনি বলেছেন, বিমান ভাড়া ছাড়ের বিষয়টি আরও পরীক্ষার দরকার আছে।
সমকাল
Discussion about this post