আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশী নারীদের সর্ববৃহৎ অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম Bangladeshi Women In UAE র ৪র্থ বর্ষপূর্তি এবং ঈদ পুনর্মিলনী ২৮ মে শুক্রবার শারজার স্থানীয় রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আমিরাত সরকার ঘোষিত নির্দেশনা অনুসারে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গ্রেড ওয়ানের ছাত্র রুবায়েদের কোরআন তেলাওয়াতের পর “রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ” গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন গ্রুপের নারী উদৌক্তা রোকসানা মজুমদার আখি ।
শতাধিক বাংলাদেশী নারীদের উপস্থিতিতে ঈদ পুনর্মিলনী এবং ৪র্থ বর্ষপূর্তি উদযাপন বিশাল উৎসব এবং মিলনমেলায় রুপ নিয়েছিল গত শুক্রবার । বিভিন্ন রকমের ইভেন্ট এবং Raffle Draw’র ব্যবস্থা ছিল নারী এবং বাচ্চাদের জন্য। নারীদের সবাই আনন্দে মেতে উঠেছিলেন।
উপস্থিত নারীদের মধ্যে ডেজার্ট কন্টেস্টে বিজয়ীরা হলেন কামরুন নেসা (প্রথম), খুশি রহমান (দ্বিতীয়) এবং তানিয়া হক (তৃতীয়) । ডেজার্ট কন্টেস্টের বিচারক ছিলেন: আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত শেফ ফাহমি চৌধুরী এবং Youth Bangla Cultural Forum, UAE র সভাপতি ইয়াসমিন ইসলাম মেরুনা
Best Entertainer event এ পুরস্কার জিতেন হেলেনা সরকার (প্রথম),পায়েল মারিয়া (দ্বিতীয়) এবং রোকসানা মজুমদার (তৃতীয়)। মা এবং বাচ্চাদের নিয়ে ও কাঁপল ইভেন্ট ছিল এবং অংশগ্রহনকারী সব মা এবং বাচ্চাদের পুরস্কৃত করা হয়। Raffle Draw র মাধ্যমে তিনজন কে পুরস্কৃত করা হয়। Raffle Draw বিজয়ীরা হলেন, শিরিন সুলতানা (প্রথম), সাফিনা (দ্বিতীয়) এবং ফাতেমা সাজ্জাদ (তৃতীয়)। এছাড়া রমাদান মাসে অনলাইনে আয়োজিত কোরান তেলাওয়াত প্রতিযোগিতার ৬ জন বিজয়ীকে ও পুরস্কৃত করা হয়।
এডমিন সাবিহা বলেন, আমরা নারীরা যে সব একাই পারি তার প্রমান এই বিশাল নারী মিলনমেলা । পুরো অনুষ্ঠানের আয়োজনে এবং স্পন্সরে ছিলেন গ্রুপের সব নারী উদৌক্তা! আরো বলেন, এই প্রচন্ড গরমে এবং করোনাকালীন সময়ে শতাধিক নারীদের নিয়ে এই প্রোগ্রাম এরেন্জ করা একটা বিশাল চ্যালেন্জ ছিল এবং শেষ পর্যন্ত আল্লাহর রহমতে আমরা খুবই সুন্দর এবং সফলভাবে অনুষ্ঠান শেষ করতে পেরেছি। উপস্থিত সকল নারীই বলেন, সম্পুর্ন নারীদের আয়োজনে এত বিশাল অনুষ্ঠান সফল করা সত্যিই প্রশংসার দাবিদার.
গ্রুপের নারী সদস্য ফারজানার স্বামী আব্দুল কাদেরের মালিকানাধীন Pink City Gown, রোকসানা মজুমদার আঁখির Shukran Readymade Garments Trading LLC, ফেরদৌসী আক্তারের Tuhin’s Attire, দুলালী হোসেইনের Nira’s Fashion, উজমা তাহেরের Smart & Style প্রতিযোগিতায় পুরস্কার স্পন্সর করেন ।
বাংলাদেশী নারীদের নিয়ে ২০১৭ সালের জুনে গঠিত এই গ্রুপ নিয়ে গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন ডা সাবিহা ইয়াসমিন তানিয়া বলেন এই গ্রুপ নারীদের সবধরনের সাহায্য সহযোগীতা সহ, নতুন নতুন নারী উদৌক্তা তৈরী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। করোনা কালীন অর্থনৈতিক দুর্ভোগের সময় ও আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশী নারীরা এই গ্রুপের মাধ্যেম কর্মসংস্থানের সুযোগ এবং আয়ের উৎস খুঁজে পেয়েছেন। গত ৪ বছরের গ্রুপ টি ১৮০০ বাংলাদেশী নারীদের এক বিশাল পরিবারে পরিনত হয়েছে।
Discussion about this post