গেল ছয় মাসের মধ্যে ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্তের হার সর্বনিম্নে পৌঁছেছে। একে, কঠোর বিধিনিষেধ এবং ভ্যাকসিন কার্যক্রমের সুফল বলে দাবি স্বাস্থ্য বিশেষজ্ঞদের। আগামী ১ জুন থেকে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রত্যাশা দেশটির সরকারের।
ইতালিতে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বলে দাবি দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞদের।
সোমবার (৩ মে) একদিনে শনাক্ত হন অন্তত ছয় হাজার, যা গেল ছয় মাসে সর্বনিম্ন। আক্রান্তের সংখ্যা কমায় সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সবাইকে সতর্ক থাকার আহ্বানও তাদের। তারা বলেন, ইতালি সরকারের যে নির্দেশনা তা যদি আমরা কঠোরভাবে মেনে চলি তাহলে খুব তাড়াতাড়ি আমরা সুস্থভাবে বাস করতে পারব।
ইতালিতে এ পর্যন্ত ভ্যাকসিনের আওতায় এসেছেন ২ কোটিরও বেশি মানুষ। চলতি সপ্তাহেই ৫০ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিনের আওতায় আনা হবে বলে জানিয়েছে ইতালির মেডিসিন এজেন্সি আইফা।
রোমসহ বিভিন্ন শহরে বিধিনিষেধ কিছুটা শিথিল করে বার রেস্টুরেন্ট খুলে দেওয়ায় সুযোগ মিলছে বাইরে বসে খাবার গ্রহণের। একইসঙ্গে আগামী ১ জুন থেকে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার প্রত্যাশা মারিও দ্রাঘি সরকারের।
Discussion about this post