সৌদি আরবে পার্শ্ববর্তী দেশ ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দুদফা ড্রোন হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ১০ই ফেব্রুয়ারি সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় শহর আবহায় ড্রোন হামলা চালায় হুতিরা। পার্ক করে রাখা একটি বাণিজ্যিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর ১৭ই ফেব্রুয়ারি ফের ড্রোন হামলা চালায় হুতি বিদ্রোহীরা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়েছে, বিনা উস্কানিতে হুতি বিদ্রোহীদের এ হামলা মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করবে। কাজেই অবিলম্বে এসব হামলা বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি এমন আগ্রাসনের মুখে ভ্রাতৃপ্রতিম দেশ সৌদি আরবের প্রতি সংহতির পুনরাবৃত্তি করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সৌদির নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা ও এ অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তাদের চেষ্টার বিরুদ্ধে যে কোনো হুমকি দেশটির প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছে বাংলাদেশ।
Discussion about this post