আরব আমিরাতের রাস আল খাইমায় প্রস্তাবিত বঙ্গবন্ধু বাংলাদেশ স্কুলের জায়গা পরিদর্শন করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পাশাপাশি তিনি বাংলাদেশ প্রাইভেট স্কুলও পরিদর্শন করেন। এ সময় তিনি দুবাই উত্তর আমিরাতে বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষাব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারের নজরদারির কথা উল্লেখ করেন। প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, মুজিববর্ষে প্রস্তাবিত বঙ্গবন্ধু স্কুলের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে সরকারের।
প্রতিমন্ত্রী বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাস আলখাইমাহ বঙ্গবন্ধু স্কুল পরিদর্শনে আসলে ফুলেল শুভেচ্ছা জানায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটি।
এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মো. আবু জাফর, দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান, বিদ্যালয়ের অধ্যক্ষ হাবিবুর রহমান।
আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবুল ফজল বিকম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাফর চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত বঙ্গবন্ধু স্মৃতি সংসদ রাস আলখাইমার সভাপতি ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন টিপু, রাস আলখাইমাহ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি জসিম মল্লিক, সাংগঠনিক সম্পাদক মাঈনউদ্দিন, আব্বাস, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান সহ রাস-আল-খাইমা অঞ্চলের শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
Discussion about this post