শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার একটি বিমানের ক্যাটারিং-এর গাড়ি তল্লাশি করে প্রায় ৭ কেজি সোনা আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। মঙ্গলবার এই সোনা আটক করা হয়। এসময় ক্যাটারিং এর আটজনকে আটক করা হয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর থেকে এই তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালকের কাছে গোপন সংবাদ আসে মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্স এর মাধ্যমে বিদেশ থেকে সোনা চোরাচালান হবে। এমন সংবাদের ভিত্তিতে কর্মকর্তারা বিমানবন্দরে সর্তক অবস্থান নেন। দুবাই থেকে ইউএস বাংলা এয়ারলাইন্স-এর একটি বিমান (বিএস-৩৪২) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে বিমানটি বোর্ডিং ব্রিজ-৪ সংযোগ স্থাপনের পরপরই কাস্টমস গোয়েন্দা অধিদফতরের সহকারী পরিচালক মো. ইফতেখার আলম ভূঁইয়ার নেতৃত্বে কাস্টমস গোয়েন্দারা তল্লাশি শুরু করেন।
এসময় বিমানের ক্যাটারিং এর গাড়ির ফুড স্টোরেজের স্থানে বিশেষভাবে লুকিয়ে রাখা ৬০টি সোনার বার আটক করা হয়। যার ওজন প্রায় সাত কেজি (৬৯৬০ গ্রাম)।
যার আনুমানিক মূল্য ৪ কোটি ৮৭ লাখ ২০ হাজার টাকা।
এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ইউএস বাংলা এয়ারলাইন্সের ক্যাটারিং-এর দায়িত্বরত আটজনকে আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে।
Discussion about this post