যুক্তরাজ্যফেরতদের নিজ খরচে কোয়ারেন্টিন বাধ্যতামূলক করায় ফ্লাইট বাতিল করছেন অসংখ্য যাত্রী।
এ কারণে ক্ষতির মুখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন-সিলেট ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এদিকে যেকোনো দিন ফ্লাইট বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
যাত্রী না থাকায় এরই মধ্যে দুইটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানাচ্ছেন, ২শ ৯৮ জনের বহরের বিমান মাত্র গুটি কয়েক যাত্রী নিয়ে লন্ডন থেকে বাংলাদেশে চলাচল করছে।
এ কারণে বড় ধরনের ভর্তুকি দিয়েও সরকার বিমান চলাচল স্বাভাবিক রাখছে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) মাত্র ৩৪ জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছায়।
এরমধ্যে ২৮ জন সিলেটে এবং অন্য ৬ জন ঢাকায় নেমেছেন।
Discussion about this post