নববর্ষ উদযাপন করতে গিয়ে রাজশাহীতে বিষাক্ত মদপান করে তিনজনের মৃত্যু হয়েছে।
শনিবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তারা হলো- নগরীর হোসেনীগঞ্জের ফয়সাল, বাকীর মোড়ের সাগর ও বাগমারা উপজেলার রফিকুল ইসলাম।
পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, নববর্ষ উদযাপনে নগরীর বিভিন্ন জায়গায় অতিরিক্ত মদপান করে কয়েকজন। এতে বিষক্রিয়ায় সাতজনের অবস্থার চরম অবনতি হয়। ওইদিন রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা পরীক্ষা করে নিশ্চিত হন মদপানে অসুস্থ হয়েছেন ওই যুবকরা।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক সাইফুল ফেরদৌস জানিয়েছেন, ‘নববর্ষের রাতে মদপানে অসুস্থ হয়ে সাতজন হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে তিনজন মারা গেছে। ময়নাতদন্তের পর জানা যাবে তারা কি ধরনের মদপান করেছিল।’মদপান করে অসুস্থ হওয়া সাতজনের মধ্যে চারজনের চিকিৎসা চলছে।
Discussion about this post