বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার ফি দেড় হাজার টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করা হয়েছে। এই ফি বৃহস্পতিবার থেকে কার্যকর হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
ফজলে রাব্বি গণমাধ্যমকে বলেন, আগে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার ফি দেড় হাজার টাকা ছিল।
এখন তা কমিয়ে ৩০০ টাকা ধার্য করা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার থেকে এই ফি কার্যকর হবে।
Discussion about this post