দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৫৩১ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১২৩৫ জন। মোট শনাক্ত ৫ লাখ ১২ হাজার ৪৯৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০৭ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৫৬ হাজার ৭০ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ১৮০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪০৮টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ২২৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩২ লাখ ১৪ হাজার ৩৪৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
Discussion about this post