মারা গেলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের সহধর্মিনী গুলশান আরা। রোববার রাত পৌনে ১২টায় মারা যান তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।
কিডনি, ডায়বেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন গুলশান আরা। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। এর আগে তিনি থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে হাজী সেলিমের ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন বেলাল বলেন, রোববার রাতে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুলশান আরা সেলিম ইন্তেকাল করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্বামী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার তাকে দাফন করা হবে।
Discussion about this post