মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে ফেরত আসা ২১৯ জনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
হাইকোর্টকে এই বিষয়ে অবহিত করেছে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। এখন থেকে তাদের এই মামলায় হাজিরা দিতে হবে না বলে জানিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়।
মামলার তদন্ত কর্মকর্তা হাইকোর্টে হাজির হয়ে জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ফেরত আসা সবাইকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এই মামলার তাদের আর হাজির হতে হবে না।
এ বিষয়ে পরবর্তীতে লিখিত আদেশ দেবে হাইকোর্ট। এ ধরনের ঘটনায় পুলিশকে আরো সর্তক হয়ে কাজ করার পরামর্শ দেয় হাইকোর্ট বেঞ্চ।
Discussion about this post