বিশ্বব্যাপী প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৯৬ লাখ ৭ হাজার ৭৬৩ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১১ লাখ ৮ হাজার ছাড়িয়েছে।
করোনার সার্বক্ষণিক তথ্য রাখা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রোববার সকাল ১০টা নাগাদ বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১১ লাখ ৮ হাজার ৭৮৫ জনের। এদের মধ্যে প্রায় অর্ধেক মারা গেছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারতে।
রোববার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৯৬ লাখ ৭ হাজার ৭৬৩ জন। করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে বিশ্বজুড়ে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৭২ লাখ ১৫ হাজার ৩৯৩ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮১ লাখ ৫ হাজার ৮৮৮ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৮৫ জনের।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যুর দিক থেকে দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এ দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫২ লাখ ২৪ হাজার ৩৬২ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৬৭৫ জনের।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৪ লাখ ৩২ হাজার ৬৮০ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ১২ হাজার ৯৯৮ জনের।
Discussion about this post