আমিরাতের শারজায় গাড়ি নিবন্ধন এখন থেকে এক বছরের পরিবর্তে এখন থেকে দুই বছরের জন্যে গাড়ি নিবন্ধকরণের করার সুযোগ করা রয়েছে। বুধবার নাগরিকদের উচ্চমানের পুলিশ পরিষেবা সরবরাহ করার লক্ষ্যে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশ করা শারজাহ পুলিশ কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল সাইফ আল জিরি আল শামসি এ ঘোষনাটি দেন।
তিনি আরো জানান “যদি কেউ এক বছরের জন্য গাড়ির নিবন্ধন করতে চায় সেটাও সুযোগ থাকবে। দুই বছরের নিবন্ধনের শর্ত হচ্ছে, দুই বছরের ইন্সুইরেন্স করলে পরে দুই বছরের জন্য নিবন্ধন করা হবে।
উক্ত আইনটি কার্যকর হলে যানবাহন মালিকদের জন্য অর্থ সাশ্রয় হবে। এ আইনের জন্যে শারজার বাসিন্দারা আমিরাত সরকার এবং শারজার আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতঙ্গতা প্রকাশ করেছেন।
Discussion about this post