অবৈধভাবে আরব ও ফিলিস্তিনের ভূমিদখল বন্ধ না করা পর্যন্ত সদস্য দেশসমূহ ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না বলে জানিয়েছে অরগানাইজেশান অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)।
সোমবার (২৪ আগস্ট) ওআইসির সেক্রেটারি জেনারেল ইউসুফ আল উথাইমিন এক বিবৃতিতে একথা জানান।
বিবৃতিতে বলা হয়েছে, “ওআইসির সদস্য দেশসমূহ এবং ইহুদীবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের মধ্যে ততক্ষণ পর্যন্ত স্বাভাবিক সম্পর্ক স্থাপন সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত ইসরাইল ১৯৬৭ সাল থেকে দখলকৃত জেরুসালেমসহ আরব ও ফিলিস্তিনের ভূমিদখল বন্ধ না করবে।”
প্রসঙ্গত, ২০০২ সালে বৈরুতে অনুষ্ঠিত আরব সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ১৯৬৭ সাল থেকে দখলকৃত সমস্ত আরব দেশ থেকে ইসরাইলী অবৈধ দখল প্রত্যাহারের বিনিময়ে আরব দেশ ও ইসরাইলের মধ্যে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছিলো। কিন্তু ইহুদীবাদী ইসরাইলী সরকার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে।
সম্প্রতি গত ১৩ আগস্ট আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে একটি বিতর্কিত চুক্তি ঘোষণা করা হয়। যে চুক্তির মাধ্যমে মূলত ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতি দেয় আরব আমিরাত। কিছু আরব দেশ ছাড়া বিশ্বের অনেক মুসলিম দেশ এ চুক্তিকে প্রত্যাখ্যান করে।
সূত্র: আনাদোলু এজেন্সি
Discussion about this post