মনজুর আহমেদ, ওমান : ওমানের জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্র’র তথ্য অনুযায়ী ওমানে সবচেয়ে বেশি সংখ্যক প্রবাসী বাংলাদেশী। সম্প্রতি দেশটির গণমাধ্যমে প্রকাশিত জাতীয় পরিসংখ্যান থেকে জানা যায়, ২০২০ সালের জুলাইয়ের শেষের দিকে ওমানে কর্মরত মোট প্রবাসীর সংখ্যা ১৫ লাখ ৪২ হাজার ৬৯ জন। তারমধ্যে শীর্ষে বাংলাদেশী নাগরিক। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভারত ও পাকিস্তান।
উল্লেখিত পরিসংখ্যান অনুযায়ী ওমানে বসবাসরত দেশ ভিত্তিক প্রবাসীদের সংখ্যা-
১. বাংলাদেশী–৫ লাখ ৮০ হাজার ১৩২ জন। (অবৈধরা ছাড়া)
২. ভারতীয়–৫ লাখ ৪২ হাজার ০৯১ জন।
৩. পাকিস্তানি–১ লাখ ৮৫ হাজার ৬২৬ জন।
৪. ফিলিপাইনি–৪৫ হাজার ৫৩১ জন।
৫. মিশরীয়–৩২ হাজার ৬০২ জন।
৬. শ্রীলংকান–২২ হাজার ১২০ জন।
৭. উগান্ডা–১৫ হাজার ৩৭৬ জন।
৮. নেপালী–১৫ হাজার ৩৪৫ জন।
৯. তানজানিয়া–১৪ হাজার ৪৫১
অন্যান্য দেশের নাগরিক ৮৭ হাজার ৭৯৫ জন। সর্বমোট ১৫ লক্ষ ৪২ হাজার ৬৯ জন প্রবাসী বসবাস করছেন ওমানে। ওমানের বর্তমান নাগরিক ২৭ লক্ষ ২৬ হাজার ১৯৫ জন। উল্লেখ্য যে, ইতিপূর্বে দেশটিতে জনশক্তিতে ভারত প্রথম ছিল। বর্তমানে ভারতকে টপকিয়ে বাংলাদেশ শীর্ষস্থানে।
Discussion about this post