শেখ মুজিবর রহমান
মুহাম্মদ আহসান আরিফ
হৃদয়ের গভীরের একটি নাম
শেখ মুজিবর রহমান,
তুমি আছো তুমি থাকবে সদা
সবার হৃদয়ে বহমান।
আগষ্ট এলে বাঙালিরা কাঁদে
পাখির কলতানে ও বিষাদের ছায়া
জাতি কি করে ভুলবে…
শেখ কামাল, শেখ জামাল
শেখ রাসেল সহ বঙ্গবন্ধুর মায়া!
কাঁদো বাঙালী কাঁদো
পনেরই আগষ্ট এক কলঙ্কিত রাত!
জাতির সাথে করেছে বেইমানি
মুজিব কোট পড়া সেই মোস্তাক।
বজ্রকন্ঠে অগ্নিঝরা আহবান তোমার
জাগিয়ে তুলেছো বিশ্বাস,
তুমি সত্যের গান তুমি চিরঞ্জীব
সাক্ষী আছে ইতিহাস।
চেতনায় মুজিব প্রেরনায় মুজিব
রবে চির অম্লান,
জাতির পিতা মৃত্যুন্জয়ী তুমি
সম্মানে রবে মহিয়ান।